স্টাফ রিপোর্টার ॥ পুলিশ হত্যার বিচার ও ১১ দফা দাবিতে হবিগঞ্জে পুলিশের কর্মবিরতি চলছে। টানা ৫দিন ধরে কর্মবিরতিতে সেবা প্রত্যাশীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গতকাল শনিবার রাত ১০ টায় এ রিপোর্ট লেখাকালে হবিগঞ্জ সদর থানায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ২ জন সেনা সদস্য ও ৩ জন আনসার থানায় অবস্থান করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের অসংখ্য সদস্যের মৃত্যু ও থানা ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে গত মঙ্গলবার থেকে পুলিশ ১১ দফা দাবিতে কর্মবিরতির ডাক দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশ সদস্যদেরকে কাজে যোগ দেয়ার অনুরোধ জানালেও বিক্ষোভরত পুলিশ সদস্যরা ওই ডাকে সাড়া দেননি। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। অনেকেই জিডি, অভিযোগসহ দুর্ঘটনা কবলিত মৃতদের ময়না তদন্ত করাতে পারছেন না। পুলিশের উপস্থিতি না থাকায় অফিস, আদালত ও ব্যাংকে সীমিত পরিসরে কার্যক্রম চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com