সভাপতি আশিকুল সাধারণ সম্পাদক মিজানুর
বানিয়াচং প্রতিনিধি ॥ মহান মুক্তিযুদ্ধের সংগঠক, রাজনীতির প্রবাদ পুরুষ মরহুম অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদ এমপি’র নামে নামকরণকৃত, বানিয়াচংয়ে প্রতিষ্ঠিত ‘শরীফ উদ্দিন এমপি গণগ্রন্থাগার’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষে গত মঙ্গলবার রাত ৮টায় গণগ্রন্থাগারে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে শরীফ উদ্দিন এমপি গণগ্রন্থাগারের প্রধান উদ্যোক্তা মোঃ আশিকুল ইসলামকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় শরীফ উদ্দিন এমপি গণগ্রন্থাগারকে একটি সমৃদ্ধ ও পাঠকমুখী গ্রন্থাগারে পরিণত করা, বই পাঠ ও বই পড়া কর্মসূচি, বই পাঠ প্রতিযোগিতা, পাঠচক্র এবং গ্রন্থাগারকে কেন্দ্র করে শিক্ষামূলক কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়। সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি মোঃ আলাউদ্দিন, বিদায়ী সাধারণ সম্পাদক কাউছার আলম বিপলু, উদ্যোক্তা মাস্টার মোঃ নুরুল ইসলাম, আনোয়ার হোসেন আলতু। নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাদের প্রতিক্রিয়ায় বলেন, বানিয়াচংয়ে একটি সমৃদ্ধ গণগ্রন্থাগার প্রতিষ্ঠা বড় প্রয়োজন। ছাত্র সমাজসহ বই প্রেমীদের চাহিদা মেটাতে মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন এমপি গণগ্রন্থাগারকে ঢেলে সাজানো হবে। সর্বোপরি উপজেলা পর্যায়ে শরীফ উদ্দিন এমপি গণগ্রন্থাগারকে সরকারি গ্রন্থাগার করার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ ছাড়াও বৈঠকে আগামী ৬ আগস্ট মরহুম অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদ এমপি’র ২৮তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়।