স্টাফ রিপোর্টার ॥ সরকারি খাস ভূমি বন্দোবস্ত এনে দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের মাহাতাবপুর গ্রামের মোঃ মন্তাজ আলীর বিরুদ্ধে। প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন মাহতাবপুর, আলীপুর ও রাহেলা গ্রামের ১৩ ভুক্তভোগী। লিখিত আবেদনে তারা উল্লেখ করেন- অভিযুক্ত মন্তাজ আলী একজন ধুরন্ধর, টাকা আত্মসাতকারী, প্রতারক লোক। আবেদনকারী সকলেই ভূমিহীন। এ সুযোগে মন্তাজ আলী তাদের সাথে যোগাযোগ করে বলে, তারা যদি জনপ্রতি ৫০ হাজার টাকা করে ঘুষ দিতে পারে তাহলে আজমিরীগঞ্জ উপজেলার আলীপুর মৌজার ১/১নং খতিয়ানের খাস ভূমি তাদের নামে জনপ্রতি ১ একর করে বন্দোবস্ত এনে দিতে পারবে। মন্তাজ আলী তাদের জানায়, তারা জনপ্রতি ৫০ হাজার টাকা দিলে এই টাকা তিনি ডিসি অফিসের কর্মকর্তাদের ঘুষ প্রদান করবেন এবং কিছু টাকা তিনি নিজে নেবেন। মন্তাজ আলীর কথায় তাদের বিশ^াস জন্মিলে তারা টাকা দিতে রাজি হন। এ সুযোগে মন্তাজ আলী তাদের এনআইডি কার্ড গ্রহণ করে এবং তাদের কাছ থেকে চলতি বছরের ১০ জানুয়ারি জনপ্রতি ৫০ হাজার টাকা করে ১৩ জনের কাছ থেকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা নেয়। পরে তারা মন্তাজ আলীকে তাদের নামে জায়গা বন্দোবস্ত এনে দেওয়ার জন্য তাগাদা দিলে মন্তাজ আলী তাদেরকে ঘুরাইতে থাকে এবং তাদেরকে বলে সে ওই টাকা ডিসি অফিসের বিভিন্ন দপ্তরে বন্টন করে দিয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই তাদের নামে জায়গা বন্দোবস্ত এনে দিবে। তাদেরকে জনপ্রতি আরও ১০ হাজার টাকা করে দিতে হবে। এ কথা বলায় তাদের সন্দেহ হয়। তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করে জানতে পারে মন্তাজ আলী তাদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাত করেছে এবং তাদের নামে কোন বন্দোবস্তের আবেদন করেনি। পরবর্তীতে মন্তাজ আলীকে টাকা ফেরত দিতে বললে মন্তাজ আলী দেই দিচ্ছি করে সময় কর্তন করতে থাকে। তারা গরীব ও ভূমিহীন। তাদের অসহায়ত্বের সুযোগে মন্তাজ আলী প্রতারণার আশ্রয় নিয়ে তাদের সম্পূর্ণ টাকা আত্মসাত করেছে। মন্তাজ আলীর কাছ থেকে তাদের সাড়ে ৬ লাখ টাকা আদায় করা সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।