দক্ষিণ কোরিয়ায় ৫ মাসের উচ্চতর প্রশিক্ষণ শেষে হবিগঞ্জ পৌরসভায় যোগ দিয়েছেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। সোমবার সকালে তিনি পৌরসভায় কাজে যোগ দেন। যোগদানের পর পৌরসভার সভাকক্ষে মেয়র আতাউর রহমান সেলিম, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় দক্ষিণ কোরিয়ায় সফল প্রশিক্ষণ সম্পন্ন করায় মোঃ জাবেদ ইকবালকে অভিনন্দন জানানো হয়।
মোঃ জাবেদ ইকবাল দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সিউল গ্লোবাল আরবান লিডার্স প্রোগ্রামে ৫ মাসের উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি সিভিল মেট্রোপলিটন গভর্ণমেন্ট এর আরবান রিলেটেড বিষয়গুলোর উপর তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ফিল্ড ভিজিটের মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেন। তিনি হবিগঞ্জ পৌরসভার স্মার্ট সিটি এবং বর্জ্য ব্যবস্থাপনার উপর ২টি প্রকল্প প্রস্তাবনা সিউল মেট্রোপলিটন গভর্ণমেন্টে দাখিল করেন যা কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে। তিনি হবিগঞ্জ পৌরসভার সাথে সিউল মেট্রোপলিটন গভর্ণমেন্টের লিংক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।
উল্লেখ্য, সিউলের মেয়র হবিগঞ্জ পৌরসভার মেয়রকে সিউল সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বিজ্ঞপ্তি