মোঃ মামুন চৌধুরী ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের জঙ্গলে ১টি দাঁঢ়াশ ও ৪টি গোখরা সাপ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর উপস্থিতিতে সাপগুলো অবমুক্ত করা হয়।
রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, এর আগে হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুরের ওয়াব মিয়ার বাড়ি থেকে ওই সাপগুলো উদ্ধার করা হয়। তিনি আরও জানান, কৃষকের অদৃশ্য বন্ধু হিসেবে কাজ করে নিশাচর দাঁড়াশ সাপ। এর প্রিয় খাবার ইঁদুর। ইঁদুর খেয়ে যেমন কৃষকের উপকার করে, পাশাপাশি পরিবেশেরও ভারসাম্য রক্ষা করে। অথচ অন্যান্য সাপের মতো এই সাপ দেখলেই মানুষ মেরে ফেলে।
গোখরা যতই বিষধর হোক না কেন বা সাপকে আমরা যতই ভয় পাই না কেন, এরা প্রকৃতি ও পরিবেশের জন্য অত্যন্ত উপকারী প্রাণী। গোখরা ইঁদুরজাতীয় প্রাণী খেতে পছন্দ করে। তবে ব্যাঙ, পাখি, ডিম, টিকটিকি এমনকি সাপও আছে এদের খাদ্য তালিকায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com