![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/07/010-4.jpg)
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় সাড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, চোরাই টমটম উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকাল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এসপি আক্তার হোসেন এ তথ্য জানান।
গত শনিবার রাতে মাধবপুর থানা পুলিশ রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ২১৩ বোতল ফেনসিডিল, ১৪৯ বোল হুইস্কিসহ মাদক স¤্রাট আলাউদ্দিনকে (২০) গ্রেফতার করে। সে ওই গ্রামের কদ্দুস মিয়ার পুত্র। এ সময় তার অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়।
অপরদিকে বানিয়াচং থানা পুলিশ একই সময় চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে প্রথমরেখ গ্রামের মাদক ব্যবসায়ী নুরুল আমিনকে (২৮) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সে ওই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুল আমিনের অপর সহযোগী পালিয়ে গেছে।
এছাড়া শনিবার দুপুরে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে চোরাই টমটম গাড়ীসহ কাউসার আহমেদ শাফি (২২) নামে এক চোরকে আটক করেছে পুলিশ। পরে তার কাছ থেকে চোরাই টমটমটি জব্দ করা হয়। সে সদর উপজেলার নোয়াগাাঁও গ্রামের কালাম মিয়ার পুত্র। এছাড়াও শাফির দেহ তল্লাশী করে পুলিশ ২টি মাস্টার চাবি জব্দ করেছে।
গতকাল সোমবার সকালে বাহুবল থানা পুলিশ একটি পিকআপ ছিনতাইকালে রুমন মিয়া (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। সে যাদবপুর গ্রামের রমজান মিয়ার পুত্র। অপরদিকে গতকাল দুপুরে পুলিশের সাড়াশি অভিযানে কাজিহাটা গ্রামের রফিক আলীর পুত্র মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আক্তার হোসেন জানান, মাদক, জুয়াড়ি, ছিনতাইকারী, চোর-ডাকাত ও বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। এ অভিযান নিয়মিত চলবে। গতকাল বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।