সৃজনশীল প্রকাশনা সংস্থা শব্দকথা প্রকাশন “এসো বই পড়ি, সুন্দর জীবন গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে আয়োজন করেছেন ‘শব্দকথা বই উৎসব’ কার্যক্রম। শুক্রবার (২৪ মে) বিকাল ৪টায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের পাশে পথশিশু নিকেতন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত চেতনা স্কুলের শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে বই প্রদান করা হয়। পথশিশু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ নাজিমুল হকের সঞ্চালনায় শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শব্দকথা’র নির্বাহী সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী তরুণ উদ্যোক্তা সোহেল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদক্ষেপ গণপাঠাগারের সাধারণ সম্পাদক কবি এস এম মিজান, আবৃত্তি শিল্পী মীর হাবিবুর রহমান সুমন, পথশিশু নিকেতন ফাউন্ডেশনের উপদেষ্টা জেবুন্নেছা, পথশিশু নিকেতন চেতনা স্কুল নির্বাহী পরিচালক নাছিমা আক্তার, সদস্য আমিন শাহ প্রমুখ।
বই বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, “শিশুরা হলো সংবেদনশীল। শিশুরাই জাতির মেরুদন্ড। এই দেশ, সমাজ ও রাষ্ট্রের তারাই আগামীর কর্ণধার। অসহায়, অসচ্ছ্বল ও বঞ্চিত শিশুদেরকে নিয়ে পথশিশু ফাউন্ডেশনের চেতনা স্কুলের এই আয়োজন খুবই চমৎকার উদ্যোগ। স্মার্ট ও আধুনিক জাতি গঠনে বইয়ের বিকল্প নেই।” প্রেস বিজ্ঞপ্তি