এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে বাড়ির পেছনের ডোবার পানিতে পড়ে আতিকুর রহমান নামে এক বছরের এক শিশু মারা গেছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় আজমিরীগঞ্জের পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশে বাঁশমহাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান পৌর শহরের বাঁশমহল এলাকার আশিক মিয়ার পুত্র। আশিক মিয়া দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে ওই এলাকায় বসবাস করে আসছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় সাড়ে ৯ টার দিকে আতিকের মা ঘরের কাজ করার এক ফাঁকে মায়ের অগোচরে হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে বাসার পেছনের ডোবায় পড়ে যায় শিশু আতিকুর। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুজি শুরু করেন। সকাল প্রায় সাড়ে ১০ টায় ঘরের পেছনের ডোবা থেকে আতিকুরকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ পাল আতিকুরকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com