জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সারা পৃথিবীর স্বাধীনতাকামী মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে। বাংলাদেশের পর যেসকল রাষ্ট্র স্বাধীন হয়েছে বা এখনও স্বাধীনতার জন্য লড়ছে তাঁরা সকলেই এই ভাষণ দ্বারা প্রভাবিত। ৭ই মার্চ উপলক্ষ্যে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এসব কথা বলেন।
ড. জহিরুল হক আরও বলেন, পৃথিবীতে অনেক জাতি আছে কিন্তু সবাই স্বাধীন নয়। জাতি পরিপূর্ণতা পায় রাষ্ট্রের মাধ্যমে। জাতির পিতা সেই অসাধারণ কাজটি করে গিয়েছেন। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ একটি উত্তর আধুনিক প্রস্তাবনা। বঙ্গবন্ধুকে অনেক চাপের মধ্যে ভাষণটি দিতে হয়েছে যা পৃথিবীর বিখ্যাত অন্য ভাষণের পরিপ্রেক্ষিত থেকে ভিন্ন ছিল। ভাষণটির মধ্যে আবেগ, আকুতি, জাগৃতি সবকিছুই ছিল। সুকৌশলে তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন এই ভাষণে।
ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে ও রেজিস্ট্রার তারেক ইসলামের সঞ্চালনায় সকাল সাড়ে দশটায় প্রফেসর এম. হাবিবুর রহমান হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এম, জেড আশরাফুল, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী প্রমূখ। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com