হবিগঞ্জে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ ৯৬ রানে আইডিয়াল হাই স্কুলকে পরাজিত করে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে সোমবার সকালে জেলা আধুনিক স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. বদরুল আলম প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মঈন উদ্দিন সাচ্চু। বক্তৃতা করেন আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম। টুর্ণামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করছে। প্রথম দিনে যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ এবং আইডিয়াল হাইস্কুল দল অংশ নেয়। এতে যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ ৯৬ রানে আইডিয়াল হাই স্কুলকে পরাজিত করে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে। ওই স্কুলের তানিম অপরাজিত ৮৩ রান সংগ্রহ করে। জবাবে আইডিয়াল হাই স্কুল ৩৪.৫ ওভারে ১২৩ রান করে অল আউট হয়ে যায়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অপর দুটি দল হল আবু জাহির উচ্চ বিদ্যালয় ও আলী ইদ্রিছ উচ্চ বিদ্যালয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com