স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঐতিহাসিক ৭ই মার্চ ও মহান স্বাধীনতা দিবস ২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতত হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোছা: জিলুফা সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, গবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজন। সভায় আসন্ন ঐতিহাসিক ৭ই মার্চ এবং মহান স্বাধীনতা দিবস আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ ও কর্ম বন্টন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com