উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জের সীমান্তবর্তী পারকুল বনগাঁও হাছখালি এলাকায় অলৌকিক দুর্লভ ঠাকুর মন্দিরে ৪৫তম বার্ষিক উৎসব অষ্টপ্রহরব্যাপী কীর্তন শনিবার বিকেলে দধিভান্ডের মাধ্যমে সমাপন হয়েছে। নবীগঞ্জ শেরপুর ও ওসমানীনগর থানার মিলনস্থল ঐতিহ্যবাহী উক্ত মন্দিরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ ছিল লক্ষ্যনীয়।
জানা যায়, দুর্লভ ঠাকুরের এই মন্দিরে কোন ভক্ত যদি কোন মানস করে তা প্রতিফলিত হয়। তাই প্রতি বছর এই মন্দিরে বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে বার্ষিক অনুষ্ঠানে। ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে কীর্তন পরিবেশন করেন সৈনিক মনোরঞ্জন দাস, নিখিল দেবনাথ, রজত কান্তি গোস্বামী, রিংকু দাস। উৎসব কমিটির সভাপতি কালিপদ দাস, সাধারণ সস্পাদক বাবুল সুত্রধর, সহ-সভাপতি জিতেশ সুত্রধর, সাধন সুত্রধর, বিশ্বজিত রায়, রজত চৌধুরী, সুমন রায়, সহ সম্পাদক অরুন সুত্রধর, সুবল পাল সহ অন্যান্য উপদেষ্টাদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু, মেম্বার ছয়ফুর মিয়া, সত্যেন্দ্র কুমার দেব, সুব্রত দেব, অমলেন্দু সুত্রধর, রিপ্টু তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com