স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্মশানঘাট ও মহিলা কলেজ রোড এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। শীতের ঘন কুয়াশার আড়ালে চোরেরা নির্বিঘেœ চুরি করছে বলে আশঙ্কা সচেতন মহলের। বুধবার দিবাগত গভীর রাতে শহরের শ্মশানঘাট এলাকার জননী এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের সিসি ক্যামেরা ও তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে লকারে থাকা প্রায় আড়াই লাখ টাকা ও মালামাল নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। এছাড়া মহিলা কলেজ রোডের গুরুজি ডটকম, জনতা লাইব্রেরীতেও একই কায়দায় চুরি সংঘটিত হয়। একই রাতে শ্মশানঘাট এলাকার এসএ পরিবহণের তালা ভেঙ্গে চোরেরা ভেতরে প্রবেশ করলে ভেতরে থাকা কর্মচারী জেগে যায়। সে শোর চিৎকার করলে চোরের দল পালিয়ে যায়।
এসএ পরিবহনের ম্যানেজার শাকিল আহমেদ জানান, দুবর্ৃৃত্তরা ভেতরে প্রবেশ করে মালামাল নিয়ে যাবার চেষ্টা করে। পরে তারা চিৎকার করলে চোরেরা পালিয়ে যায়। এদিকে চুরির সংবাদ পেয়ে ব্যকস সভাপতি সামছুল হুদা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, চোরদের দ্রুত গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com