স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর (নৌকা) প্রতিকের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জের সনাতন ধর্মালবম্বীরা। গতকাল আজমিরীগঞ্জ পৌরসভায় সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে আয়োজিত এক সভায় এ সমর্থন দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন- জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। তিনি একজন উচ্চ শিক্ষিত ও ভালো মানুষ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নৌকা মার্কায় ভোট দিয়ে ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে নির্বাচিত করুন। এ সময় তারা রুয়েলকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। প্রভাষক জীবন চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, সহ-সভাপতি অ্যাডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য বাপু, অমিয় রায়, অ্যাডভোকেট তুষার মোদক, রজত কান্তি রায়সহ বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অতিথি ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, সহ-সভাপতি হিরেন্দ্র পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ লোকমান মিয়াসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com