নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে সমর্থন দিয়েছে বানিয়াচং উপজেলা জাতীয় পার্টি। সম্প্রতি বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির এক সভায় এ সমর্থন জানানো হয়। বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সভাপতি আরশাদ হোসেন খান বিভলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ ফারুক মিয়ার পরিচলনায় অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু বকর খান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ উপজেলা ও জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আরশাদ হোসেন খান বিভলু এ তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় পার্টির নেতাকর্মীদের নৌকায় ভোট দিয়ে ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে বিজয়ী করার আহ্বান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com