নূরপুরে এমপি আবু জাহিরের দিনভর গণসংযোগ
স্টাফ রিপোর্টার ॥ গত তিনবারের মত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও হবিগঞ্জ-৩ আসনে অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিকে নৌকা প্রতীকে অকুণ্ঠ সমর্থন জানালেন শায়েস্তাগঞ্জের নূরপুর ইউনিয়বাসী। গতকাল ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক নির্বাচনী সভায় উপস্থিত প্রায় ছয় হাজার মানুষ হাত তুলে তাঁকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভাগুলোতে এমপি আবু জাহিরের উপস্থিতিতে বক্তারা তাঁর মাধ্যমে হবিগঞ্জে মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ সকল ক্ষেত্রে ব্যাপক অগ্রগতির কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত লোকজন নৌকা প্রতীকের শ্লোগান তুলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি হবিগঞ্জের জন্য যা করেছি; তা সবার সামনে দৃশ্যমান। এসবের জন্য দিনরাত পরিশ্রম করেছি। আমার আরও অনেক পরিকল্পনা রয়েছে। সামনের দিনে আপনাদের সাথে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। তাই এলাকার অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে বঙ্গবন্ধু কন্যার নৌকা প্রতীকে ভোট দিন।
দুইটি সভাস্থলে উপস্থিত নানা শ্রেণি-পেশার প্রায় ছয় মানুষ হাত তুলে এমপি আবু জাহিরকে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি করেন। এমপি আবু জাহির প্রথমে নূরপুর ইউনিয়নে ১ থেকে ৬নং ওয়ার্ড এবং পরে ৭ থেকে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। পরে তিনি বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
পৃথক সভায় আরও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন প্রমুখ। পৃথক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন।