স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পানাহার হোটেলের সামন থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ সোহেল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা শহরতলীর ২নং পুল এলাকার মাদক সম্রাজ্ঞী পারভীন আক্তার (৩৫), আতর আলী (৪৫) পালিয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তখন তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ও ১৬ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
সে ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলার কামালমোড়া গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র। পুলিশের জিজ্ঞাসাবাদে সোহেল জানায়, ২নং পুল এলাকার রহমত আলীর স্ত্রী পারভীন ও সোয়াই মিয়ার স্ত্রী আইবুন্নেসার কাছে এসব ইয়াবা নিয়ে আসছিলো। তারা এলাকার মাদকের সম্রাজ্ঞী। তাদেরকে প্রায়ই মাদক আখাউড়া থেকে এনে পাইকারীভাবে দিয়ে যায়। পরে তার মাধ্যমে পাইকারী এনে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতো। এসআই আলমগীর বাদি হয়ে মাদক আইনে মামলা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com