আঞ্জুমান মফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখা এক অজ্ঞাতনামা নবজাতকের লাশ দাফন করেছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় জানাজার নামাজ শেষে মরদেহ শহরের রাজনগর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে অংশ নেন সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সামাদ মিয়া, জামাল মিয়া, দুলাল মিয়া ও পুলিশ সদস্য। জানাজার নামাজে ইমামতি করেন ক্বারী সুরুজ মিয়া।
প্রসঙ্গত, নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ফসলি জমি থেকে একদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামকে হস্তান্তর করে পুলিশ। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com