প্রেস কনফারেন্সে মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার আক্তার হোসেনের জিরো টলারেন্স ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশ ২৪ ঘণ্টায় সাড়াশি অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা, ১৪৩ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। সেই সাথে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়। মামলা দেয়া হয়েছে ৮টি। গতকাল রবিবার বিকেল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন।
পুলিশ সুপার জানান, গত শনিবার ভোর পৌনে ৭টায় চুনারুঘাট উপজেলার চা বাগানে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে পলাতক আসামিকেও গ্রেফতার করে ডিবি। একইদিন মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে ৩ জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশ।
এছাড়া চুনারুঘাট থানার অভিযানে আহমদাবাদ ইউনিয়নের চা বাগান এলাকা থেকে গত শনিবার দিবাগত রাত পৌনে ১০টায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর আগে চুনারুঘাট শহরের হাতুন্ডা এলাকা থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ। অপরদিকে বানিয়াচং থানার অভিযানে ৯ কেজি গাঁজা, ৯পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। লাখাই থানার অভিযানে ২০ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। আজমিরীগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন- গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরণের অভিযান চলমান থাকবে। এ ছাড়া মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। প্রেস কনফারেন্সে জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বানিয়াচং প্রতিনিধি জানান, পুলিশের অভিযানে কুখ্যাত গাঁজা সম্রাট আব্দুর রউফ এর স্ত্রী আসমাকে ৯কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসমা বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মালা হাঁটির বাসিন্দা। পুলিশের অভিযান টের পেয়ে আব্দুর রউফ পালিয়ে যায়।
চুনারুঘাট প্রতিনিধি জানান, চুনারুঘাটে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাঘা লিটনের বাড়িতে অভিযান পরিচালনা করে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকার মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলে নুরুল ইসলাম লিটন ওরফে বাঘা লিটন (৪০) এর বসতবাড়ি থেকে কালো রঙের পলিথিনের জিপারযুক্ত একটি প্যাকেটের ভিতর ১১০ পিস এমফেটামিনযুক্ত গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাঘা লিটন পালিয়ে যায়।