স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা। শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
পরিচিত পর্ব শেষে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মামুন চৌধুরী, সিনিয়র সাংবাদিক শাহ হুমায়ূন কবীর, সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, হামিদুল হক বুলবুল প্রমুখ।
নবাগত ইউএনও ফারজানা আক্তার মিতা বলেন, ইউএনও হিসেবে এটি আমার দ্বিতীয় উপজেলা। এর আগে রাজনগর উপজেলায় এক বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছি। শায়েস্তাগঞ্জ উপজেলা ছোট হলেও ইকোনমিক জোন থাকায় বৃহত্তর সিলেটের মধ্যে এটি গুরুত্বপূর্ণ উপজেলা। তাই যতদিন থাকি আপনাদের সহযোগিতায় সুন্দর শায়েস্তাগঞ্জ নির্মাণে কাজ করব।
উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন একটি চ্যালেঞ্জ। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। যে সকল রাজনৈতিক দল ভোট বর্জন করেছে তারা চেষ্টা করতে পারে নির্বাচন বানচালের। আপনারা সাংবাদিকরা এই বিষয়টি খেয়াল রাখবেন। এমন কোন তথ্য পেলে উপজেলা প্রশাসনের কাছে তথ্য দিবেন।