স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এক মঞ্চে। লাঙ্গলের বিজয় নিশ্চিত করতে উভয় দলের নেতাকর্মীরা যৌথভাবে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছেন হবিগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
গতকাল শনিবার হবিগঞ্জ-১ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর সমর্থনে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ শহরের হাজারি কমিউনিটি সেন্টারে লাঙ্গল প্রতীকের সমর্থনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমদ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু। সভায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
সভায় এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন- সিলেট বিভাগের মধ্যে কেবলমাত্র হবিগঞ্জ-১ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর স্বাক্ষরে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করে সমর্থন দেয়া হয়েছে জাতীয় পার্টির মুনিম চৌধুরী বাবুকে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এ আসনে লাঙ্গলই নৌকা, নৌকাই লাঙ্গল এটাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ-জাতীয় পার্টির সবাইকে একাট্টা হয়ে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত করতে হবে।