স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজা গুরুতর আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

Exif_JPEG_420

সূত্রে জানা যায়, গাড়ির সাইড দেয়া নিয়ে শিবপাশা গ্রামের দুলু মিয়ার পুত্র রুহেল মিয়ার সাথে একই এলাকার লকুছ মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রুহেল মিয়ার উপর হামলার ঘটনা ঘটে। এ সময় রুহেল মিয়াকে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে তার ভাতিজা নাদির মিয়া এগিয়ে এলে তার উপরও হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে চাচা-ভাতিজা উভয়েই রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।