স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বারাপইল গ্রামের মাদক ব্যবসায়ী সাহেব আলীকে সুনামগঞ্জের ধর্মপাশায় গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ধর্মপাশা সদর ইউনিয়নের মেউহারী যাতায়াতের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাহেব আলী বারাপইল গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
ধর্মপাশা থানার ওসি মোঃ শামসুদ্দোহা জানান, হবিগঞ্জ সদর উপজেলার বারাপইল গ্রামের সাহেব আলী নিজ এলাকায় একজন চিহ্নিত মাদক বিক্রেতা হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন ধরে গোপনে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সুনামগঞ্জ এলাকা দিয়ে ভারতীয় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের বড় ধরনের চালান তাদের নিজ এলাকায় পাচার করে আসছিল বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাহেব আলী মেউহারী রাস্তায় ভারতীয় গাঁজা নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com