এসএম সুরুজ আলী ॥ মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বেসকারি এনজিও সংস্থা আশা। বুধবার মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জেলার বানিয়াচং, নবীগঞ্জ, বাহুবল ও মাধবপুরে এসব মেডিকেল ক্যাম্প করা হয়। ৪টি উপজেলায় মোট ৮শ’ জনকে দিনব্যাপী চিকিৎসা সেবা দেয়া হয়। গতকাল সকালে আশা বানিয়াচং স্বাস্থ্য সেবা কেন্দে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আশার বানিয়াচং অঞ্চলের সিনিয়র জিরিওনাল ম্যানেজার হাদিউল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেজার মিথুন কান্তি দেবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেজার আব্দুল মোছাব্বির। চিকিৎসা প্রদান করেন আশার হেলথ সেন্টার ইনচার্জ ডাঃ আশিকুর রহমান। তাকে সহযোগিতা করেন স্বাস্থ্য সহকারি তানিয়া আক্তার, মার্জিয়া খানম, ফয়জুনেছা ও সেবিনা আক্তার। মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী দুই শতাধিক লোকজনদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। একই সময়ে বাহুবল উপজেলায় আশার মিরপুর ব্র্যাঞ্চে আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেজার মতিলাল গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আশা বাহুবল অঞ্চলের সিনিয়র আরএম আশীষ রঞ্জন ধর, ইউপি সদস্য সফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী মেডি কেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন আশা মিরপুর স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ প্রদীপ কুমার পাল। এ সময় তাকে সহযোগিতা করেন স্বাস্থ্য সহকারি জোনাকি আক্তার, জলি আক্তার, জয়া রাণী কর ও পলি আক্তার। মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক লোককে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আশার নবীগঞ্জ গজনাইপুর ব্র্যাঞ্চের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ সামছুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন গজনাইপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার সেকুল মিয়া। বিশেষ অতিথি ছিলেন ফিজিওথেরাপি ডাক্তার সাজ্জাদুর রহমান, হেলথ সেন্টার ইনচার্জ দুলাল বৈদ্যসহ আশার অন্যান্য কর্মকর্তাগণ। মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক লোকজনকে চিকিৎসা সেবা দেয়া হয়। আশা মাধবপুরের তেলিয়াপাড়া ব্র্যাঞ্চের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী। আশার তেলিয়াপাড়া ব্র্যাঞ্চ ম্যানেজার আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আশার মাধবপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবুল কালাম। ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ডাক্তার নাঈমা রহমান তুহা। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে দিনব্যাপী দুই শতাধিক লোকজনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উল্লেখ্য, ৪টি উপজেলার ৪টি ক্যাম্পের মাধ্যমে আশা ৮ শতাধিক রোগীকে বিনামূল্যে ডায়াবেটিকস, ব্ল্যাড সুগার, রক্তচাপ পরীক্ষাসহ চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com