স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মন্জুর আহসানকে সংর্বধনা দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহসান, সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার বেগ, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, আলাউদ্দিন, আতাউল মোস্তফা সোহেল, মিজানুর রহমান, মাসুদ খাঁন, প্রেসক্লাব সভাপতি মোঃ অলিদ মিয়া, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক জালালউদ্দিন লস্কর প্রমূখ। পরে উপজেলা পরিষদ, মাধবপুর প্রেসক্লাব, জগদীশপুর ইউনিয়ন ও নোয়াপাড়া ইউনিয়নের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহসানকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।