স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদার) আব্দল্লাহ আল মামুন সাক্ষরিত পত্রে বহিস্কারের ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য, সম্প্র্রতি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি’র পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে নৌকার মিছিল দেন সৈয়দ আতাউল মোস্তফা সোহেল। এ নিয়ে সামাজিত যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। এ প্রেক্ষিতে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com