স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাজু নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার সময় ওই যুবককে আটক করা হলেও রফাদফার চেষ্টায় ছাড়িয়ে নেয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীর পরিবারের। এ ঘটনায় এলাকায় নানামুখি আলোচনা সমালোচনা চলছে। গতকাল শনিবার সকালে ওই কিশোরীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, একই গ্রামের সাজু মিয়া বিয়ের প্রলোভন দিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিলো। বৃহস্পতিবার রাতে সে আবারো ওই কিশোরীর বাড়িতে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্কে জড়ালে পরিবারের লোকজন তাদের হাতেনাতে আটক করেন। পরে মুরুব্বিরা বিষয়টি সমাধা করবেন বলে সাজুকে ছাড়িয়ে নিয়ে যান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com