স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে শচীন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম সরকারকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক পুরস্কারে ভূষিত করা হয়েছে। গত রবিবার শিক্ষা সপ্তাহ-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গৌতম সরকারকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে পুরস্কৃত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
প্রসঙ্গত, শচীন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম সরকার ২০০২ সালের ১৪ নভেম্বর শচীন্দ্র কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করে অদ্যাবধি সুনামের সাথে অধ্যাপনা পেশায় নিযুক্ত আছেন। তিনি শচীন্দ্র কলেজে যোগদান করার পূর্বে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অবস্থিত নুরুল আমিন কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি এবং পরে একই বিভাগ থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি অধ্যাপনা পেশাকে চরম উৎকর্ষ দানে নিজেকে ব্যাপৃত রেখেছেন এবং এই পেশাকে পুনরায় যথার্থ মর্যাদায় ভূষিত করতে চান। শিক্ষা, সাহিত্য-সংস্কৃতির সকল শাখায় তার রয়েছে অবাধ বিচরণ। তিনি লক্ষ্য অর্জনে দয়াময় ¯্রষ্টার কাছে নিয়মিত প্রার্থনা জানান আর সেই সাথে সকলের শুভাশীর্বাদ কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com