স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার জুম প্ল্যাটফর্মে সাক্ষ্যগ্রহণ করা হয়।
‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এর প্রেক্ষিতে ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা এর বিজ্ঞপ্তি নং- ৪৯০, তারিখ: ২০/০৮/২০২৩ এ বর্ণিত প্র্যাকটিস নির্দেশনা মোতাবেক হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে সাক্ষ্যগ্রহণ করা হয়।
২০১৭ সালে দায়েরকৃত জি.আর. ৮৭/১৭ (নবীঃ) মামলার মানিত ১৪ জন সাক্ষীর মধ্যে চড-১৪ হিসাবে ডাঃ মোঃ নাহিদ সিকদার অনলাইনে সাক্ষ্য প্রদান করেন। আসামীপক্ষে শুনানীতে অংশ নেন বিজ্ঞ কৌশুলী মোঃ মাজমুর রহমান। রাষ্ট্রপক্ষে সংযুক্ত হন অ্যাডভোকেট ক্ষিতিশ চন্দ্র গোপ। সাক্ষ্যগ্রহণ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ। সাক্ষ্যগ্রহণকালে আদালত প্রান্তে সমন্বয় করেন কম্পিউটার অপারেটর মোঃ জিয়াউল হক এবং দূরবর্তী প্রান্তে মোঃ রনি মিয়া প্রযুক্তিগত সহায়তা করেন।