বিস্ফোরক মামলায় শ্যোন এরেস্ট বিএনপির ৩ নেত্রী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় অবরোধ পালনকালে আটক ৩ নেত্রীকে বিস্ফোরক মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছে। এদিকে সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিনের জামিন মঞ্জুর হলেও সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা ও কর্মী সোমা আক্তারের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল রবিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে ৩ জনের উপস্থিতিতে এ আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষে ছিলেন কোর্ট ইন্সপেক্টর নাজমুল হক। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, মোঃ আব্দুল হাই, কামাল উদ্দিন সেলিম, কুতুব উদ্দিন জুয়েল, আফজাল আলী ও মোজাম্মেল হক ফয়সলসহ অসংখ্য আইনজীবী। তবে বিস্ফোরক মামলায় ফাতেমাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর ফলে জামিন পেলেও কারাগার থেকে বের হতে পারবেন না। মামলার তদন্তকারী কর্মকর্তা কৃষ্ণধন দাস আদালতে বিস্ফোরক মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট এর আবেদন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com