হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসে ককটেল বিস্ফোরণ
স্টাফ রিপোর্টার ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশীল ঘোষণার পর জেলা নির্বাচন অফিসে ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিমসহ ৪০ নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মোঃ হিমায়েজ হোসেন খান বাদী হয়ে ১৬ নভেম্বর বিস্ফোরণ আইনে এ মামলাটি দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব। মামলায় জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুল আহাদ তুষার, যুবদল নেতা কুতুব উদ্দিন জুয়েল, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, মাহবুবুর রহমান শাওন, মোজাক্কির হোসেন ইমন, আছিফুল আলী ইমন, রহমত আলীসহ ৩২ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে ৪০ জনকে আসামীভুক্ত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com