বানিয়াচংয়ে ইঁদুর নিধন কর্মসূচী
স্টাফ রিপোর্টার ॥ ক্ষতিকর প্রাণীদের মধ্যে অন্যতম ইঁদুর। প্রতি বছর হাজার হাজার মেট্রিক টন দানা শস্য খেয়ে নষ্ট করে ইঁদুর। শুধু তাই নয়, নানা রকম ফসল, নিত্য ব্যবহার্য্য জিনিসপত্র, দলিল দস্তাবেজ বিনষ্ট এবং নানা রোগ জীবানুর বাহক ইঁদুর। তাই কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা দেশে ইঁদুর নিধন অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবহিকতায় বানিয়াচংয়ে ইঁদুর নিধন কর্মসুচীর পালিত হচ্ছে। ‘ইঁদুরের দিন হবে শেষ, গড়ব সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক এর দিক নির্দেশনায় বানিয়াচংয়ের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের মজলিশপুর ব্লকের বারারা মাঠ, দীবাখালী মাঠ ও মামদপুর মাঠে ইঁদুর নিধন কর্মসুচীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অলক কুমার চন্দ। এছাড়াও এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার আবু হাসেম রাফে, ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ শহীদ মিয়া, সর্দার মোঃ আরজু মিয়া, কৃষক মোঃ মোতালিব মিয়াসহ এলাকার কৃষকগণ। বানিয়াচং উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চলমান রয়েছে বলে জানানো হয়। তাছাড়া কৃষকের মাধ্যমে এই ব্লকে চলতি অভিযানে ৫ হাজার ২০০ টিরও অধিক ইঁদুর নিধন করা হয়েছে বলেও জানানো হয়।