স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে এক যুবতীর নামে ফেক আইডি খুলে মেয়েটির আপত্তিকর ছবি ফেসবুকে আপলোড করার ঘটনায় লম্পট যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক হচ্ছে মাধবপুর উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত আলেফ খার ছেলে বাহার মিয়া।
সূত্র জানায়, বাহার মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে নিজের গ্রামের সেলিম মাহমুদ লিটনের মেয়ের নামে আপত্তিকর ছবি পোস্ট করে। এ ঘটনায় সেলিম মাহমুদ লিটন বাদি হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com