স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের সুতাং বাজার থেকে আটক দুই গাঁঁজা বিক্রেতাকে ৬ মাসের কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের মোবাইল কোর্টে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ভূঞা আটককৃতদের ৬ মাসের কারাদন্ড দেন। দন্ডিত ব্যক্তিরা হলো, শায়েস্তাগঞ্জের চাঁনপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ সুজন মিয়া (২৯) ও সুরাবই গ্রামের মৃত লালচাঁন রবিদাসের মেয়ে সুমা রবিদাস ওরফে পার্বতী রবিদাস (২০)। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com