স্টাফ রিপোর্টার ॥ ‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ শ্লোগান নিয়ে শনিবার হবিগঞ্জ জেলার সর্বত্র কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ সদর মডেল থানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সদর থানার ওসি অজয় চন্দ্র দেব, তদন্ত ওসি রফিকুল ইসলামসহ মালিক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
চুনারুঘাট ঃ চুনারুঘাটে বর্ণাঢ্য র্যালির অগ্রভাগে রয়েছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, ইউএনও সিদ্ধার্ধ ভৌমিক, অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক, কমিউনিটি পুলিশং এর সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতু।
শায়েস্তাগঞ্জ ঃ শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং ডে র্যালি। অগ্রভাগে রয়েছেন উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার
লাখাই ঃ লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ ও লাখাই থানার ওসি মুহাম্মদ নুনু মিয়া।
মাধবপুর ঃ মাধবপুরে থানা পুলিশের র্যালি। অগ্রভাগে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খাঁন।
বানিয়াচং ঃ বানিয়াচংয়ে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে বক্তৃতা করছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। মঞ্চে উপবিষ্ট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দেব।
বাহুবল ঃ বাহুবলে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে বাহুবল সার্কেলের এএসপি আবুল খায়ের, অফিসার ইনচার্জ মশিউর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসকর আলী, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর প্রমূখ।
নবীগঞ্জ ঃ কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে বক্তৃতা করছেন ওসি মো: মাসুক আলী।