স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে বালু স্তূপাকারে জমা করে বিক্রয় করার অপরাধে রাসেল আহমেদ (৩০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এলিস মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই অর্থদন্ড করেন। রাসেল আহমেদকে অর্থদন্ডের পাশাপাশি আনুমানিক ৮০ হাজার ঘনফুট স্তূপীকৃত বালু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com