ডিউটিতে থাকেন না অপারেটররা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবনে লিফট দুইটি থাকলেও প্রায় সময়ই বন্ধ থাকে। আবার কোনো কোনো সময় অপারেটরও থাকে না। এতে করে রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
১০ তলার এই নতুন ভবনে লিফট ছাড়া উঠানামা করা খুবই কষ্টসাধ্য। অনেক রোগী ও তাদের স্বজনরা লিফট দুইটি ব্যবহার করে থাকেন। এর মাঝে বর্তমানে দুইটির মাঝে একটি মাঝে মধ্যে চলে। অপরটি অকেজো। রোগী ও তাদের স্বজনদের যেনো ভোগান্তির শেষ নেই।
শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে লিফট বন্ধ ছিলো। অনেক রোগীর স্বজনদের লিফটের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেক রোগীর স্বজনরা ওষুধসহ প্রয়োজনীয় মেডিকেল উপকরণ নিয়ে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকারও হচ্ছেন।
উমেদনগর এলাকার অপু আহমেদ রওশন জানান, রোগীর জরুরি ইনজেকশন আনতে গিয়ে লিফট না থাকায় অনেক কষ্টে ৭তলায় উঠেছেন। এরকম আরও রোগীর স্বজনরা অভিযোগ করেন। এরপরও ব্যবস্থা নেয়া হয় না। অনেক সময় বিদ্যুত চলে গেলেও বিব্রতকর অবস্থায় পড়তে হয় রোগীদের। এ সময় অপারেটরও খুঁজে পাওয়া যায় না।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুইজন অপারেটর চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তবে বেশিরভাগ সময় তারা বাইরে থাকে।