স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের তেতৈয়া লুৎফাবাদ মাদ্রাসা সংলগ্ন খোয়াই নদীর বাঁধ কেটে মাটি নিচ্ছে একদল ভূমিদস্যু। এতে করে বর্ষাকালে এটি ভেঙ্গে প্লাবিত হতে পারে গোপায়াসহ বেশ কয়েকটি গ্রাম।
অভিযোগে জানা যায়, গোপায়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের কতিপয় ব্যক্তি প্রভাব খাটিয়ে মাটি কেটে ট্রাক্টরযোগে বিভিন্ন স্থানে পাচার করছেন। এতে বাঁধ হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম রানা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিষেধ করেছেন। কিন্তু তারপরও তারা নিষেধ না মেনে ফসলি জমির মাটিও কেটে ক্ষতি করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com