স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ঢালি হাটিতে নানার বাড়ি বেড়াতে গিয়ে মোস্তাফিজুর রহমান মমিন নামে ২ বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল বুধবার দুপুরে মায়ের সাথে খেলা করার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে গেলে সাথে সাথে তাকে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের শামীম আহমেদের পুত্র। কয়েকদিন আগে নানার বাড়ি বেড়াতে এসেছিলো।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com