মোহাম্মদ আলী সরকার, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় সার গুদাম মাঠে উপজেলার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ ভূঞার সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার তোফায়েল আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মশিউর রহমান। পরে প্রধান অতিথি কৃষি ভর্তুকির প্রণোদনা হিসেবে প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা ও সূর্যমুখীর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ করেন। অনুষ্ঠানে ৩০০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়। এছাড়া ৫০ জন কৃষককে ২ কেজি করে ভূট্টা বীজ ও ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ২০ জন কৃষককে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ৩০ জন কৃষককে ১ কেজি করে সূর্যমুখী বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com