পুরাতন খোয়াই নদীর দুই পাড়েই দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ করা হবে ॥ মেয়র

হবিগঞ্জ শহরে বাসা-বাড়ি নির্মাণের সময় পৌরসভার বিল্ডিং কোড অনুসরণ করতে পৌরবাসীর প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন- স্থাপনা নির্মাণের সময় রাস্তা বা ড্রেনের জন্য কিছু জায়গা ছেড়ে দিলে জনগণের চলাচল ও ড্রেনের পানি নিস্কাশন সহজ হয়। মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভার দুটি রাস্তার নির্মাণকাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে পৌরসভার ৪নং ওয়ার্ডের হরিপুর ইসলামনগরে পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, টিপু আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মেয়র বলেন- পুরাতন খোয়াই নদীর দুই পাড়েই দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। হবিগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে দুটি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। প্রথম রাস্তাটি হচ্ছে ৬নং ওয়ার্ডের উত্তর শ্যামলী মেইন রাস্তা হতে অ্যাডভোকেট লুৎফুর রহমানের বাসার সম্মুখ হয়ে ড্রেইনের ওয়াল উচু করা, স্ল্যাব, ড্রেইন ও রাস্তা নির্মাণ। এ কাজ সম্পন্ন করতে পৌরসভার ব্যয় হবে প্রায় ১০ লাখ টাকা। অপর রাস্তাটি হচ্ছে হরিপুর রাস্তা হতে জামিয়া নূরীয়া ইসলামনগর মাদ্রাসা পর্যন্ত সিসি রাস্তা ও আরসিসি ড্রেইন নির্মাণ। এগুলো নির্মাণ করতে পৌরসভার ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ২২ লাখ টাকা। বিজ্ঞপ্তি