স্টাফ রিপোর্টার ॥ ‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জ জেলা লিগ্যাল এইডের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার ক্ষেত্রে পুলিশের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড অফিসার বিজ্ঞ সিনিয়র সহকারি জজ সম্পা জাহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) সহ জেলার বিভিন্ন থানার ইন্সপেক্টরগণ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com