শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
কামরুল হাসান ॥ হবিগঞ্জ জেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের অর্ন্তভূক্ত শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ আঞ্চলিক শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৫ পদের নির্বাচনে কেবলমাত্র সভাপতি পদে আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ১৪টি পদে উৎসবমুখর পরিবেশে শেষ হয় নির্বাচন।
মঙ্গলবার রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার শাহ মোঃ আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মোঃ সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ জুয়েল সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।
এদিকে, হরিণ প্রতীক নিয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ উস্তার আলী, তার প্রাপ্ত ভোট ৩৪৮; সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ উছন আলী, তিনি আম প্রতীকে ভোট পেয়েছেন ৩৯১; ফুটবল প্রতীক নিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সজলু মিয়া, তার প্রাপ্ত ভোট ৩৮৬; সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ নাসির মিয়া, তিনি বাইসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৩২৭; কোষাধ্যক্ষ পদে মোমবাতি প্রতীকে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ শাহিন মিয়া, গরুর গাড়ী প্রতীকে ২৪৩ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্বাছ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক পদে পাঞ্জাবি প্রতীকে ৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল কাইয়ূম, লাইন সম্পাদক পদে সিএনজি প্রতীক নিয়ে ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুহুল আমীন, ক্রীড়া সম্পাদক পদে মাইক প্রতীক নিয়ে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ দুলাল মিয়া, প্রচার সম্পাদক পদে মোবাইল ফোন প্রতীক নিয়ে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ তায়েব আলী এবং সম্মানিত সদস্য পদে মোঃ নানু মিয়া (প্রাপ্ত ভোট ২৯১), মোঃ রাজু মিয়া (প্রাপ্ত ভোট ২২১), মোঃ খলিলুর রহমান (প্রাপ্ত ভোট ২১৫), মোঃ মঞ্জুর আলী (প্রাপ্ত ভোট ২০৬) নির্বাচিত হয়েছেন।
এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক শাখার কার্যালয়ে ৫টি বুথে শ্রমিকদের নেতা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে শ্রমিকরা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবদুল মজিদ জানান- কার্যকরি কমিটির সদস্য পদে ৪টিসহ ১৪টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৬৩১ জনের মধ্যে ৫৫২ জন ভোট প্রদান করেছেন।