যুবদল নেতা রুবেল চৌধুরীর রিমা- মঞ্জুর ॥ কামাল উদ্দিন সেলিমসহ ৫ জন কারাগারে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ঢাকার বিভিন্ন স্থাে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সৈয়দ মুশফিক আহমেদ, পৌর কাউন্সিলর টিপু আহমেদ, যুবদল নেতা শ্যামলসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোররাতে ঢাকার পুরানা পল্টন ক্যাপিটাল আবাসিক হোটেলের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা সিএমএম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তারা পুলিশের দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নিতে ঢাকায় গিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর মাঝে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরীকে ঢাকার একটি বাসা থেকে ডিবি পরিচয়ে ৭/৮ জন তুলে নিয়ে যায়। ঢাকার সিএমএম আদালতে হাজির করে ৫৪ ধারায় ১০ দিনের রিমান্ড আবেদন করে। বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৯ আগস্ট বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। এ সময় পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ শতাধিক নেতাকর্মী আহত হন। সংঘর্ষে আহত হন সদর মডেল থানার ওসি। এ ঘটনায় ২১ আগস্ট পুলিশ বাদী হয়ে ১২শ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় পুলিশ অ্যাসল্ট এবং বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে। উক্ত মামলায় বিএনপি নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিতে ঢাকায় যান। মঙ্গলবার তাদের উচ্চ আদালতে জামিন চাওয়ার কথা ছিল।