মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে দুই বাসায় চেতনানাশক স্প্রে প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। কিন্তু চুরি করতে পারিনি। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের মাহবুবুর রহমান ও ফয়সল করিমের বাসার জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক বাসার লোকজন বিষয়টি টের পেয়ে বাসা থেকে বের হয়ে যান। এরমধ্যে ফয়সল করিমের স্ত্রী আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসা করানো হয়। খবর পেয়ে জনপ্রতিনিধি ও স্থানীয় শত শত লোক উভয় বাড়িতে জড়ো হন। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ নাজমুল হক কামাল বলেন, বিষয়টি জেনেছি। পুলিশ স্প্রে পার্টির সদস্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com