কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কর্তনের শুভ উদ্বোধন
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, ওসি তদন্ত আমিনুল ইসলাম, আদাঐর ইউপি চেয়ারম্যান ফারুক পাঠানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা প্রশাসক কম্বাইন্ড হারভেস্টার মেশিন কৃষকের মধ্যে বিতরণ, কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কর্তনের শুভ উদ্বোধন, কৃষকের মধ্যে মাস্ক বিতরণ এবং শাহপুরে ভূমিহীনদের মাঝে ২য় পর্যায়ে গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com