স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি রফাদফার চেষ্টা চালিয়েছে স্থানীয় মাতব্বররা। সমাধান না হওয়ায় এবং ওই ছাত্রীর অবস্থা অবনতি হওয়ায় গতকাল রবিবার বিকেলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, বাঘাসুরা ইউনিয়নের কাওরা গ্রামের বাচ্চু মিয়ার কন্যা বাখরনগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একই গ্রামের ফরিদ মিয়ার পুত্র আজিজুর রহমান মাল্লা (২০)। এক পর্যায়ে মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ৬ এপ্রিল রাত ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণ করে মাল্লা। পরে বিয়ে করবে বলে আশ্বাস দেয়। পরবর্তীতে বিয়ে না করায় বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সালিশের আয়োজন করেন। সালিশে ওই মেয়েকে ইজ্জতের মূল্য নগদ ২০ হাজার টাকা ধার্য্য করা হয়। কিন্তু এতে বিষয়টি সমাধান হয়নি। ফলে গতকাল রবিবার মেয়েটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি আমাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com