নুর উদ্দিন সুমন ॥ আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য হবিগঞ্জের চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফকে আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। তিনি যোগদানের পর থেকে নিষ্ঠার সঙ্গে জনসেবামূলক কাজ, মাদক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রেখে চলেছেন। গত ১১ মার্চ অনন্যা সোস্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। ওসি মো: আলী আশরাফের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন তাঁর প্রতিনিধি। সম্মাননা স্মারক পেয়ে মো: আলী আশরাফ বলেন, যে কোন সম্মাননা একজন মানুষের জন্য যেমন গর্বের, তেমনই আনন্দের। পুলিশ পেশায় নিয়োজিত হওয়ার পর থেকে সব সময় চেষ্টা করেছি মানুষের সেবা করার। ‘জনগণের সেবায় পুলিশ’ এ প্রতিপাদ্যকে আমার কর্মের মাধ্যমে রক্ষা করার জন্য সব সময় চেষ্টা করেছি। যার স্বীকৃতি হিসেবে আজ আমি এ সম্মাননা পেয়েছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com