স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির শনিবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। জেলা প্রশাসক ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইশরাত জাহানের সভাপতিত্বে এবং সংস্থার সদস্য মঈন উদ্দিন তালুকদার সাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম ও মডার্ণ গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ এনামুল হক।
টুর্নামেন্টে হবিগঞ্জ জেলার ২২টি, সিলেটের দুইটি এবং মৌলভীবাজার ও ঢাকার একটি করে মোট ২৬ দল অংশগ্রহণ করছে। নকআউট পদ্ধতিতে উদ্বোধনী ম্যাচে অংশ নেয় হবিগঞ্জের জালালাবাদ ক্রিকেট ক্লাব ও মোহনপুর নর্থ ব্রাদার্স। এতে মোহনপুর নর্থ ব্রাদার্স ২৪ রানে জয়লাভ করে। তারা টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে তুহিন ৪৬ ও সারোয়ার ১৬ রান সংগ্রহ করে। জালালাবাদ ক্রিকেট ক্লাবের মৃদুল পায় ৩ উইকেট। জবাবে জালালাবাদ ক্রিকেট ক্লাব ১৮.২ ওভারে ৯৮ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে লতিফ করে ২৪ রান। মোহনপুরের সারোয়ার ও অমি ৪টি করে উইকেট লাভ করে। অল রাউন্ড নৈপুণ্যের জন্য বিজয়ী দলের সারোয়ার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শঙ্খ শুভ্র রায়, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও মাহজাবিন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ বদরুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুজ্জামান হিরাজ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর চৌধুরী শাহেদ, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন মহিউদ্দিন চৌধুরী পারভেজ, অ্যাডভোকেট বিভুৎসু চক্রবর্তী বিভু, তাজ উদ্দিন আহমেদ তাজ, জসিম উদ্দিন সুজন, মোঃ সাইদুর রহমান প্রমুখ।