নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার থেকে দিনদুপুরে ব্যাটারি চালিত টমটম গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার সময় এক চোরকে আটক করেছেন জনতা। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার বেলা ২টায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর দাউদপুর গ্রামের মোঃ হিসাম উদ্দিনের ছেলে টমটম চালক সালমান মিয়া ঢাকা-সিলেট মহাসড়কের সঈদপুর বাজার সড়কের পাশে টমটম রেখে পার্শ্ববর্তী চা-স্টলে যান। এ সুযোগে চোর টমটম নিয়ে যাওয়ার সময় এলাকার মানুষের সন্দেহ হলে তাকে আটক করেন। আটককৃত চোর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের টুনু মিয়ার ছেলে বলে সে জানিয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সম্রাটের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে নবীগঞ্জ থানায় নিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com